প্রণাম জানাই কবি মণিকা বড়ুয়া ;
তোমার কবিতার আমি এক পড়ুয়া।
ছাত্রদের প্রিয় ছিলে শিক্ষকতা কর্মে,
সামান্য নেই ত্রুটি তোমার নিজ ধর্মে।
কবিতার আসরেও তোমার সাফল্য,
যতো দেখি ততো হই আমি  উৎফুল্ল।
তোমার লেখনীর নাই কোনো তুলনা,
কাজে কর্মে তোমার নাই কোন ছলনা।
রাজনীতিতে তুমি সমান পারদর্শী,
মননে চিন্তনে তুমি সদা মর্ম স্পর্শী।
তোমার সাথেতে মোর হল পরিচয়,
তোমার কাব্যকলা করেছি যে সঞ্চয়।
শিক্ষকতা থেকে তুমি নিলে অবসর,
কবিতা দিয়ে ভরো এবার নিজ ঘর।

রচনাকাল :-
২৯-০১-২০১৮ ইং
১৫ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।