রাত্রি গভীর নিছিদ্র,
মানুষের চোখে শূন্যতা,
গবেষক গবেষণায় আর
সেবকেরা সেবায় নিয়োজিত
দিন রাত সব একাকার,
চুখের তন্দ্রা হারিয়ে গেছে ।

দিনভর শুধু সচেতনতা,
মাইকিং, বিজ্ঞাপন...
সবার মুখে এই এক বুলি করোনা।

দূরে নিশাচর ডানা ঝাপটায়,
ভারত থেকে চিন সীমান্ত ছড়িয়ে
বিজয় বার্তা নিয়ে।
তারা আজ নিশ্চিন্ত নিরাপদ,
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণে      
প্রস্তুতি আজ মহা-মিছিলের।

      *********