মা তোর এ কেমন ছল
বল মা তুই আমায় বল।
রাখলি আশায় সারা বছর,
আশার বাসায় দিলি ঠুকর।
ঝরাস কেনো বৃষ্টি ধারা
ভিজে মোরা হলাম সারা।
কাপড়, চটি কাদায়ভরা,
ব্যবসাহিরা দিশে হারা।
ছাতার ভেতর গুঁজে মাথা
মনেরগহনে দারুণ ব্যথা।
পূজোর শহর ফাঁকা ফাঁকা
এবার কেন তোর দৃষ্টি বাঁকা।
২৯-০৯-২০১৭ ইং ;
১২ ই আশ্বিন ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।