মিছে কেনো ভাইয়ের সাথে
মরছিস তোরা লড়ে।
রাজনীতি দলবাজিতে কেনো
কাথা কুটছিস ওরে।
চেয়ে দেখ ঐ গদির পানে
বসে আছে যারা।
বাদী বিবাদী একই সাথে
ভোজন করে তারা।
ফলাফলে দেখাবি মজা
শাসালি তোরা যারে।
সে'ই এসে শ্মশানে নেবে
কাঁধে বহে তোরে।
আসবে না গদি হতে
কেউ এমন ছুটে।
ভালোবেসে ভালো থেকো
কি এসে যায় ভোটে।
রচনাকাল :-
২৩-০২-২০১৮ ইং
১০ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।