যাই, চলো যাই ;
লং ড্রাইভে।
শুধু, তুমি আর আমি।
আর, সাথে আমাদের সাথী
চার চাকার বাহনটি।
কিছু কথা,কিছু গান,কিছুটা সময়।
প্রচণ্ড দূরন্তপনা,
আর উন্মাদনা।
বাতাস গুনগুনাবে এসে কানে কানে।
কালো পিচের রাস্তা আর
গাছগাছালি দৌড়াবে বিপরীত পানে।
চলো যাই ;
দূর করি একঘেয়েমি।
শুধু, তুমি আর আমি।
----------
২৫ -১১-২০১৭ ইং ;
০৮ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।