তমসাবৃত  রজনী যাই যাই করছে,
আকাশের বাঁকা চাঁদের সহিত শেষ
শুভেচ্ছা টুকু বিনিময় করে চলছে।
শীতল বায়ু বুঝি রজনীর বিদায়
কালে ফটক পর্যন্ত এগিয়ে দেবার
বাসনায় দাঁড়িয়ে কনকন সুরেতে
গান গাইছে। তার গানের সুরে আঁখি
হতে অশ্রু ঝরছিল কুয়াশার রূপে।
এমনি এক সন্ধিক্ষণে লোকে যখন
কম্বলের গরম ওমের পরশেতে
মুড়ি দিয়ে শেষ সুখনিদ্রায় কাতর;
আমি বিছানা পরিত্যাগ করেছি এক
কর্তব্য সম্পাদন হেতু লোকালট্রেনে
সঠিক সময়ে চেপে বসার প্রয়াসে।

রচনাকাল :-
২৫-০১-২০১৮ ইং
১১ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।