সবল করিয়া ঠাট্টা
দূর্বলেরে কয়।
ধূকেধূকে বাঁচার চাইতে
মৃত্যু ভালো হয়।

শুনিয়া দুর্বল তাতে
করিল উত্তর।
অতি গতিশীলেও মৃত্যু
আসে সত্বর।

বাহুতে হইতে পারি
আমি দূর্বল।
লোহার চাইতেও কঠিন
মোর মনোবল।


রচনাকাল :-
১৩-০৪-২০১৮ ইং
২৯ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।