হায়রে জীবন
সুধাই তোরে
কাটাবি কতো কাল।

লাইনে হেঁটে
গায়ে খেটে
গেলো দেহের ছাল।

স্কুল কলেজে
অফিস আদালতে
সর্বত্রই আজ লাইন।

সবার বেলায়
যেমন তেমন
আমার বেলায় আইন।

বাসে লাইন
ট্রেনে লাইন
লাইন লাগে ব্যাঙ্কে।

কতো ঘন্টা
লাইন ধরেছি
জীবনের মোট অঙ্কে।

সুযোগ বুঝে
চালাক চতুর
বেরিয়ে গেলো ফাঁকে।

আমরা যারা
বোকা রাম
লাইনে ঝাঁকে ঝাঁকে।



রচনাকাল :-
০৫-০৪-২০১৮ ইং
২১ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।