কুটনী বুড়ী
চিংড়ি কাটে,
কুটকুটিয়ে
বাটনা বাটে।

সম্বাসে দেয়
মরিচ গুড়ো,
কেশে মরে
গণেশ খুড়ো।

বুড়ো লাউয়ে
বেজায় দানা,
হাঁড়ি তলায়
মস্ত কানা।

সাবাড় হলো
ডালের পানি,
লাঠে উঠে
খুড়োর খানি।

********