অতি বড় সুন্দরী যে
পায় না কভু বর।
আর অতি বড় ঘরনি;
তাই হয়নি আমার ঘর।

চুন খেয়ে মুখ পুড়েছি,
দইয়ে লাগে ভয়।
অতি গুড়ে পেট গোলায়
সুখযে নাহি সয়।

যারে যখন আপন ভাবি,
সে যে সুযোগ খোঁজে।
প্রতিবাদী মনটা আমার,
থাকেনা মুখ বুজে।

অর্থ সম্পদ রূপ যৌবন,
থাকলে ও হয় কাল।
অভাবে তার জীবন নৌকোয়
উড়বে নাকো পাল।

নরম মাটি কুড়তে সহজ,
শক্ত মাটি নয়।
শক্তের ভক্ত নরমের যম
তাই তো লোকে কয়।

        *****