দিবস কাটিলো রাত্রি বাড়িলো
কলমে নাহি শাণ।
ঘড়ির কাটায় সময় ছুটিলো
বাঁচাবো কেমনে মান।

মাথার পোকা নড়িয়া বলিলো
ছাড়িবো কেমনে তারে।
কথার মালায় রাখিবো বাঁধিয়া
জড়ায়ে ধরেছি যারে।

রচনাকাল :-
০৩-০৫-২০১৮ ইং
১৯ ই বৈশাখ ,  ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।