ভয় শূণ্য বুকে
ঘুমের আবডালে স্বপ্ন
সত্যি মিথ্যা চিমটি কেটে দেখি।
শীতের রাতে কাঁথা গায়ে,
গল্প শুনেছি কতো রাত জেগে
রাজা রানী রাজপুরী-
গল্পের রাজপুত্র স্বপ্নে
পক্ষীরাজ ঘোড়া নিয়ে আসতো।
এখন গল্প শুনাই গল্প বানাই
স্বপ্নে এখনো আসে বুক কাঁপিয়ে
অচিন দেশের রাজপুত্র নয়
আমার পক্ষীহীন ঘোড়াটিকে হরণ করতে
চেনা দেশের চোরপুত্র।
***★***