করোনা ভাইরাস জন্ম দিলি
তুই ঘাতকের বাবা,
তোর সন্তান বিশ্বের বুকে
হানলো করাল থাবা।
আতঙ্কেতে দিন কেটে যায়
জীবন মরণ নিয়ে,
কোনসে সুখে দিন কাটাচ্ছিস্
এমন ব্যাধি দিয়ে।
খাদ্যের কিবা অভাব পড়লো
ইদুর বাদুড় খেলি,
সেই খাওয়াতে হাজার নয়তো
লক্ষ প্রাণের বলী।
চাইনিজ জানি ওয়ান টাইম
এতো কাল ধরি,
আজ চাইনিজ বিশ্বের বুকে
আনলো মহামারি।
---------------