তুই এলি মা বাপের বাড়ী
চার দিনের
ছুটি নিয়ে।
সেই সুবাদে দিক্ বিদিকে
খুশীর জোয়ার
ছড়িয়ে দিয়ে।
বিদেশেতে কতো ছেলে
আপন কাজে
বাড়ি ভুলে।
তোর আসার রেশ ধরেই
তারা ফিরে
মায়ের কোলে।
যে ছেলেটি পেলো না গো
এবার পূজোয়
মায়ের কোল।
সাথে করে নিয়ে আসতে
পরের বছর
করিসনে ভুল।
২৮-০৯-২০১৭ ইং ;
১১ ই আশ্বিন ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।