(ছড়া কবিতা)

ভোট আসে ভোট আসে
দিকেদিকে রব।

পাড়ায় পাড়ায় মিটিং মিছিল
উন্মত্ত সব।

লক্ষ লক্ষ টাকা ব্যয়ে
চলছে মহুড়া।

পথের মোড়ে দিনে রাতে
ত্রস্ত পাহারা।

কর্মচারি যত আছে
পদস্থ সরকারি।

ভোটের কাজে নিবিষ্ট ধ্যান
যেমনটি ডাক্তারি।

ভোটের গানে ভোটের টানে
উত্তোলিত ধরা।

কলম নিয়ে খেই হারিয়ে
কবির কপাল পোড়া ।


         *****