নয় ছোটো কোনো কর্ম
নয় হেয় তাই।
আপনার যোগ্য কর্ম
নাই বা পেলে ভাই।


কর্ম আছে শত শত
এই বিশ্ব সংসারে।
দূরে নয় কাছে এসে
বিলাও আপনারে।

কর্ম যদি না হয় যোগ্য
তুমি যোগ্য হও।
ভালোবেসে কাছে এসে
হাতে তুলে নাও।

মনে প্রাণে করো  যদি
সে কর্ম তুমি।
ফুলে ফলে সাজিয়ে দেবে
তোমার জীবন ভূমি।


২৯-১০-২০১৭ ইং ;
১১ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।