কলা লাগে গো কলা,
চ্যাঁচিয়ে ব্যাটা ফাটায় গলা।
সবরি কলা,শালিক কলা,
চাঁপা কলা,সাগর কলা।
কিনবো বলে গেলাম কাছে,
বাড়ির মালিক নিলো বেছে।
ত্রিশ টাকায় এক হালি,
গোটা কয়েক অাছে খালি।
মালিক দিলো পঁচিশ ঠেলে,
আমার বেলায় ত্রিশ বলে।
বললাম তোমার কেমন আচার,
পৃথক কেন করলে বিচার।
দীর্ঘ শ্বাসে কহে ব্যাটা,
শুনুন আমি বলছি যেটা।
মালিক যদি নিষেধ করে,
বাড়ি আসবো কেমন করে।
তাইতো খুশি করি মোরা,
লোকসানই বা হলো থুরা।
দুই জনার দুই দাম !
নাহি আমার কিনার কাম।
যতো পারো মালিক ধর,
লস্ করেই ব্যাগ ভর।
আমার বাপু বাজার আছে।
শত জনে ডাকবে পাছে।
রচনাকাল :-
২৯-০৪-২০১৮ ইং
১৫ ই বৈশাখ , ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।