জ্বলো, তপ্ত দহন জ্বালায়,


ভীজো, না হয় শ্রাবণ ধারায়।

প্রকৃতি আমি।
আমার ইচ্ছে ভাসাই ডুবাই।

কখনো বা কাঁদাই হাসাই।

খেলছি খেলবো যা হয় না হয়।


কৈফিয়ৎ কে নেবে আমায়।