শিবরাত্রি
মন্দিরে মন্দিরে ধূপ, দীপ,সুগন্ধি,
ফুল বেলপাতার ছড়াছড়ি।

নারীর হাতে দই দুধ ঘী মধু জল নানা উপাচার,
বাবার মাথায় জল ।
মনস্কামনা পূর্ণ কর বাবা...

রাতের চিত্র ভিন্ন ।
গাঁজা সিদ্ধি কল্কি ভাঙ্গ ধোঁয়া মুহুর্মুহু ।
সারা রাত কীর্তন আর প্রসাদ সেবন।
হর হর  বম্ বম্....

দুরে বৈদ্যুতিক কলে গান বাজছে
" বসন পর মা "
আজ কাল একটা কথা প্রায়ই শোনা যায়,
নারীর পরনে স্বল্প পোশাক,

স্বল্প হলেও তো আছে,

তাহলে....
কৈ সে গায়ক,
গীতিকার কেন গান না
' বড় পোশাক পর মা '

ছোট পোষাকের সুযোগ নেবে কেনো একলা নির্জনে

দোষারোপ শুধুই পোশাকের,
নিজেদের দোষ ঢাকতে
পরের দিকে আঙুল নিক্ষেপ ...
ঘটনার জন্য দায়ী কি পোশাক,
না মনুষ্যত্ব , কে বলবে  ; এটা এখন
প্রশ্নবোধক?

           ৷৷ ****।।