জন্মদিনে
জন্ম কথা ;
উৎসব চলে
যথাতথা।

দিন ফুরালে
বাসী মালা,
অযত্নে হয়
হেলা ফেলা।

নাহি চর্চা
কাছে দুরে,
গান নাহি
বাজে সুরে।

ধূলো মেখে
রয় ছবি।
শূন্যে থেকে
কাঁদে কবি।


    ****