ঝাঁকড়া কেশে লম্বা দাড়ি,
বিশ্বকবির আনন।
কবিত্বে আর নৃত্যে গীতে
ভরলো সুখের কানন।
দর্শিত হলো জন্মদিবস,
বর্ষিত হলো গান।
পূজ্য পদের জ্বলিত শিখা,
জুড়ালো দেহ প্রাণ।
কম্পিত আজি বিশ্ব ভুবন,
ঝংকৃত চারিধার।
প্রভাতফেরীর ডঙ্কা জানালো
জনম আজি কার।
*****