আকাশের বায়ু কোণ
যবে আঁধার হয়।

প্রচন্ড ঝড়ো তুফান
উঠিবে নিশ্চয়।

সংকেতে বলাকা দল
নীড় পানে ধায়।

মনের ঝড় বুঝিবার
আছে কি উপায়।
______________





০৯-১২-২০১৭ ইং ;
২২ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।