একছাদের নীচে জীবন
পাশাপাশি চলা।
সংসার ধরেছে ঘুনে
শুধু ছলাকলা।
ঝগড়াঝাটি অহরহ
গালমন্দ সেরা।
মহল ছেড়ে বেরিয়ে
খুঁজে শান্তির ডেরা।
ভয় হয় ভয়াবহ
মান তার বাঁচাতে,
দিনরাত গলা তুলে
থাকে শুরু চ্যাঁচাতে।
ঘরে আসা অতিথিরে
শুনিয়ে যায় বদনাম,
ঘরের কেচ্ছা জানিয়ে
কিনতে ইচ্ছে সুনাম।