নিবিড় নিকুঞ্জ বনে,
নীরবে নীরালায় মনে;
ভীড়ে যতো হতছাড়া,
এখানেও করে তাড়া।
ঝিঝিরা আছে বুঝি;
নাইবা পেলাম খুঁজি,
দূরেতে কালো কাক,
কর্কশে দিচ্ছে ডাক।
ইষ্টিকুটুম পাখির ডাকে
হৃদয়টা খুঁজে কাকে,
একেলা অলস ক্ষণ
মনটা করে উচাটন।



০৪-০৬-২০১৮ ইং ;
২০ ই জ্যৈষ্ঠ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।