না,আর পারি না তোমাদের বুঝাতে।
না,কি তোমরা বুঝেও বোঝ না।
কথায় বলে জেগে ঘুমালে কারো
সাধ্য নাই জাগাবার।
হে ঠিক তাই।
স্বচ্ছ মেজাজ ছিলো,
বাসী বিছানা তখনো ত্যাগ করিনি।
মোবাইল টা হাতে নিলাম।
অনেক দিনের অভ্যাস।
মোটামুটি রক্তের সঙ্গে মিশে গেছে।
খুলতেই দেখি তোমাদের ম্যাসেজ।
লোভ সামলাতে পারলাম না।
ইনবক্স খুলেই আমার চক্ষু চড়কগাছ।
বাবা,মা,শিশু কন্যা ফাঁসিতে ঝুলছে।
কিছু লোক দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে।
সাতত্রিশ জন কে পাঠাতে হবে।
নয়তো সাত দিনের মধ্যে
পরিবারে খারাপ খবর আসবে।
এ এক জঘন্য মানষিকতা।
আমার সারা দিনটাকে মাটি করলে।
সাতত্রিশ তো দূরের কথা,
আমি তোমাকেও পাঠাতে পারবো না।
এ আমার রুচিতে বাঁধে।
আমায় ক্ষমা করিও।
--------
০৬-০৭-২০১৮ ইং ;
২১ আষাঢ় ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।