ভেতরে গুমোট বাতাবরণ,
গুমরে গুমরে কাটানো জীবন।
সোয়া পোকা থেকে প্রজাপতির
নবীন রঙিন ডানার কাঁপন-
অনেক বেদনাময় মনকে সতেজ করে।
খোলামেলা আলাপ ভালো।
তোমার ঢিলেঢালা চলন,
সেকেলে পোশাক।
বাইরে বেমানান হলেও
ঘরকন্নায় সুখ সাচ্ছন্দ্যকে নাড়া দেয়।
সংসারের বাঞ্ছিত দায়িত্বগুলো
আধুনিকতার অহংকে ধূলায় মেশায়।
পেশা ও নেশা দুই অন্তরঙ্গ সখা।
ফ্যাসানের যাতাকলে কলুরবলদ।
ঘানি তালে নিজেকে ঘুরায় আর তেলে ভাজা পরোটা মতো ভেজে ওঠে।
বাইরে চাকচিক্য ;
আর অন্দরে সোগার এর চূড়ান্ত সীমা।
৷৷ ****।।