ক্ষুদ্র একটি বীজের মাঝে
       অতিক্ষুদ্র দেহ।
ক্ষুদ্র বলে নহে হেলা
      অঞ্জলিতে লহ।
ক্ষুদ্র অঙ্কুর বৃহৎ একদিন
         হবে মহীরুহ।
ফুলে ফলে ছড়িয়ে দেবে
          প্রাণের সমারোহ।

                    ......