ছোট ছোট, কচিকাঁচা
ছেলে মেয়ে আজ।
সেজেছে মন ভরে
শিক্ষক শিক্ষিকার সাজ।
কেউ করছে তদারকি
কেউ মারছে বেল।
ছাত্র-ছাত্রী আজ ধরেছে
বিদ্যালয়ের হাল।
কেউ সেজেছে দিদিমণি
কেউ আবার স্যার।
কেউ হলো দপ্তরি
কেউ বা হেডস্যার।
শ্রেণী শিক্ষা দানে ওরা
ভুলেছে আজ খেলা।
বিদ্যাদানে আজ শুধু
ক্ষুদেদেরই বেলা।
০৪-০৯-২০১৭ ইং ;
১৮ ই ভাদ্র ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।