জাগতিক যতো যাহা,
তোমার লোভ লালসা নেই,
নেই পেটের ক্ষুধা।
স্বভাবে একেবারে খাঁটি দুধের মতো ।
হা, হা, হা,...
তবু ও সারাদিন দেখা যায়, আনাচকানাচে -
নর্দমায় বিল বিল করে ঘুরে বেড়াতে।
আর মিউ মিউ ডাক।
সেধে দেওয়া খাবারে প্রতিবাদের ঝড়,
মুখমণ্ডল বিবর্ণ হয়ে, ফ্যাকাশে দেখায়।
ঝাড়ুদার রাস্তায় নামে কাকভোরে।
প্রভাতে বাসিমুখেই তার দর্শন।
দিনটি কেমন গেলো কে তার খবর রাখে।
*****