কেন সুদীপ এর দীপ নিভে গেলো অকালে।
কেন সন্তানেরা পিতা হারালো এতো সকালে।
কেন এক সতীর সিঁথের সিঁদুর মুছে দিলে।
কেন তরতাজা প্রাণ গুলিতে কেড়ে নিলে।
স্ত্রী পুত্রের চোখেরজল কেন তোরা ঝরালি ।
পিতামাতার বুকে অনল কেন তোরা জ্বালালি ।
দেশ রক্ষকের গায়ে কেন কলঙ্ক মাখালি।
বিশ্বাস, শান্তি, আস্থা সব কেন খোয়ালি।
২২ -১১-২০১৭ ইং ;
০৫ রা অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত