মনে হয় এইতো সেই দিনের কথা,
সংগ্রহ করেছি এই ক্যালেন্ডারটি।
স্বর্ণকন্যা দীপা কর্মকার এর ফটো,
স্বর্ণপদক হাতে সদাই হাস্যময়ী।
আমার প্রয়োজন প্রায় প্রতিদিনই।
তাই দেওয়ালে গেঁথে রাখি সযতনে।
তিথি তারিখ ও ছুটির হিসাব তাতে,
আরো কত হিসাব আমিও লিখি রোজ।
লিখায় লিখায় ভরে আছে প্রতি মাস।
কতো স্মৃতি জড়িয়ে আছে এর পাতায়।
আজই শেষদিন তার কর্মকাণ্ডের।
তাই তার বাতিলের পালা এসে গেছে।
রোজরোজ যার ছিলো অতি প্রয়োজন।
কাল তা হয়ে যাবে ঘরের আবর্জনা।

৩১-১২-২০১৭ ইং ;
১৫ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।