দিনের আলোয়
পাইনা যাহা ;
তাও যদি চাই।
সুযোগ পেলেই
চুপিসারে
কল্পলোকে যাই।

সেথায় আছে
যাদুর কাঠি
অমূল্য রতন।
যাহা চাই
তাহাই পাই
আমার মনের মতন।

সেথায় আমার
অট্টালিকা
শ্বেতপাথরে গড়া।
কানায় কানায়
পূর্ণ সেথায়
সুখ-শান্তিতে ভরা।

চির সাথী
প্রিয় সেথায়
ভালোবাসে আমায়।
এক পলক ও
না দেখিলে
চক্ষে আমায় হারায়।

        -------



২৩-১০-২০১৭ ইং ;
৫ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।