কবি তাই লিখে যাই
একেলা বিজনে।
কখনো লোকালয়ে
কখনো ঘরের কোনে।
সে লেখায় সহসা
উঠিল তুমুল ঝড়।
কলম নামক অস্ত্র হাতে
কিসের ভয় ডর।
১৫-০৯-২০১৭ ইং ;
২৯ ই ভাদ্র ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।