তোমার কেমন লাগবে জানিনা।
তুমি কি ভাববে,তাও পরোয়া করিনা।
কাল প্রথম সাক্ষাতে তোমার
পদ্ম কলির মতো সুন্দর আনন
হয়তো লাল অগ্নিশর্মা ধারন করবে।
তা হোক,আমার মন্দ লাগবে না।
এই রক্ত জবার মতো টকটকে লাল,
তোমার আদল দেখে দেখে
আমার বেশ অভ্যাস হয়ে গেছে।
বরং তোমার শান্ত শিষ্ট চেহারাটাই
আমায় বেশ অবাক করে দেয়।
জানো, আমার বেশ ইচ্ছে হচ্ছে
সারা রাতজেগে ফেইসবুক,
হোয়াটস্ অ্যাপ চষে বেড়াই।
ম্যাসেঞ্জারে কয়েক হাজার
ম্যাসেজ অবহেলায় পড়ে কাঁদছে।
খুলাই হলো না কোনোদিন।
আজ আমায় চুম্বক এর মতো টানছে
কে কি লিখেছে এতো দিন দেখতেই হবে।
দেখে ফেলি না কেনো, রাত জেগে।
কাল যা হয় হবার হবে,দেখা যাবে।
১২-০৮-২০১৮ ইং ;
২৬ শ্রাবণ ; ১৪২৫ বাং ;
ধর্মনগর,উত্তর ত্রিপুরা
ভারত।