কু ঝিকঝিক ট্রেন চড়বো,
রাজধানীতে বেজায় ঘুরবো,
মাছে মাংসে ঝুলে খাবো,
কাল যে বই মেলায় যাবো।

কিনবো বই পড়বো বই
প্রতি বছর যেমন কই।
ক্রেতায় বিক্রেতায় হৈচৈ
গরম পড়লে খাবো দৈ।

কবিতা খানি পাঠ করে
যখন পারি যেমন করে
শেষ ট্রেনটি অবশ্য ধরে
রাত্রি বেলা ফিরবো ঘরে

          ****