আজ ভাবি কাল হবে
কাল ভাবি কাল।
কালের আশা করাই
হয়ে যায় কাল।
কালতো আর কোনো কালে
আসে না ফিরে।
বৃথা কালের চিন্তা করে
হয়ে রই কুঁড়ে।
কালের জন্যে যতো কাজ
রাখা হয় তুলে।
কালে কালে সব কাজ
পন্ড তুলে মূলে।
কালতো কালই সার
নহে কাল আর।
কাল হবে বলে সব
হয় ছারখার।
কাল মানে অলসতা
কাল মানে ফাঁকি।
কাল করে নেবো বলে
কাজ থাকে বাকি।
২-০৯-২০১৭ ইং ;
১৬ ই ভাদ্র ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।