চৈতের বেলা শেষ,
গাঁটে কড়ি বেঁধে বেশ।
দলে বলে রমনীগণ,
চৈত মেলায় গেলো ক্ষণ।
লোক বলে লোকারণ্য,
দোকানিরা সাজায়ে পণ্য।
ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি
কতো কথা বলাবলি।
বেচা কেনার পড়ে ধূম,
গলাকাটার নেই জুলুম।



রচনাকাল :-
০৯-০৪-২০১৮ ইং
২৫ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।