এই জয় নাকি তোমার আমার।
এই জয় দেশের ও দশের সকলের।

গেরুয়া রঙ্গিন হয়ে আনন্দের সাগরে,
উল্লাসে ভূরিভোজন চলছে স্তরেস্তরে,
রাশিরাশি কতো রকমারি খাবার।
ভোজের শেষে পাতে উচ্ছিষ্টের পাহার।
শেষ ঠিকানা ডাষ্টবিন এর পাত্রে।

আমরা হা ঘরের ছেলেমেয়ে;
না পারি চেয়ে খেতে, না পারি
ডাস্টবিন এর কৌটোতে খুঁটে খেতে।
চেয়ে থাকি একটানা আর
অতৃপ্তির ঘন নিঃশ্বাস ছাড়ি।

চোখে ও পেটে বিশ্ব গ্রাসের ক্ষুধা
নিয়েই তো ভোটের লম্বা লাইনে
দীর্ঘ সময় তপ্ত রৌদ্রদগ্ধ দুপুরে
দাঁড়িয়ে ভোটে জয়ী করেছিলাম।

আজ খাবারটা আমাদের আড়ি দিয়েছে,
কাল ও দেবে, পরশুও দেবে।
দিতেই থাকবে দিনের পর মাস ও বছর।

তবুও নিশ্চিত এই জয় তোমার আমার,
এই জয় দেশের ও দশের সকলের।

            *****