জল নাহি আজ চাই
খাবো আজ জলপাই।
সবুজ সবুজ কাঁচা কাঁচা
খাসা খাসা বাছা বাছা।
চোখে যখন দেখি তাই
জিভেজল আইঠাই।
সাথে একটু নুন চাই,
লঙ্কা গুড়ো যদি পাই।
পাশের বাড়ী চলে যাই।
কে আছো এইযে ভাই।
আমি খাবো জলপাই,
নুন লঙ্কা দেবে ভাই।
মা মোর ঘরে নাই,
পারবো না দিতে তাই।
নুন লঙ্কা নাহি পাই,
বিফল হয়ে ফিরে যাই।
জল নিয়ে বঁধু যায়,
মোর পানে ফিরে চায়।
আমি চলি বঁধুর পিছে,
নুন লঙ্কা পাই পাছে।
পায়ে পায়ে হেঁটে যাই,
নুন লঙ্কা ধার চাই।
বঁধু এনে দিলো তাই
খাওয়া হলো জলপাই।

      --------


৩১-১০-২০১৭ ইং ;
১৩ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।