ঝরা পাতা বলে ভাই সময় যে শেষ।
পাঁচ ঋৃতু মোরা,শাখায় ছিলাম বেশ।
শুনোহ তুমরা ভাই নতুন পাতারা।
ঝলমল করে দেখো আকাশে তারারা।
একদিক তারারাও খসে পড়ে যায়।
সকালের ফোটা ফুল বিকালে শুকায়।
এক একটি খড় কুটো চঞ্চুতে নিয়ে।
বাবুইরা বাসা বাঁধে কতো শ্রম দিয়ে।
ঝড়ের দাপটে বাসা নিমেষেই শেষ।
কে বুঝিলো বাবুইর হলো কতো ক্লেশ।
তোমরা নবাগত করোনা আস্ফালন।
সর্বদা প্রবীণ বাক্য করোহ স্মরণ।
স্থায়ী নয় কোনো কিছু এ দুনিয়ায়।
আজ যে নতুন পাতা কাল ঝরে যায়।
রচনাকাল :
১৫-১-২০১৮ ইং ;
১ মাঘ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।
ভারত।