আমার বলছো তুমি,
গল্প ভালোবাসার।
দুচোখে জাগাও স্বপন,
আলোক আশার।
স্বপন ঘুরে দিবানিশি
জাগ্রত দুচোখে।
দ্বিগুণ হলো আশা
হাসিঝরে মুখে।
ঘুমেতে আসেনা স্বপন
মেলিলে নয়ন।
হেরিয়া হাসিলো নিশি,
হাসিলো তপন।
স্বপনের দরিয়া বহি
তোমারে খোঁজিয়া।
সাঁঝেরবাতি জ্বালি
রজনী জাগিয়া।
------
২০-০৮-২০১৮ ইং ;
৩ ভাদ্র ; ১৪২৫ বাং ;
ধর্মনগর,উত্তর ত্রিপুরা
ভারত।