জীবনের জন্য আমি
জীবন থেকেই শিখি।
নাই বা গেলাম সুদূর
অাফ্রিকা,লন্ডন কিংবা
প্যারিস।দেখিনি নীলগিরি
কান্দাহার,হিমাদ্রীর প্ল্যালেস।
আমি ছুটেছি সকাল সন্ধে
গ্রামের নদী, মাঠে,ঘাটে।
শহরের আনাচেকানাচে,
অলিগলি সোজাবাঁকা পথে।
আমি দেখেছি হাজারো
মানুষের দুঃখ হাহাকার,
এখানেই দেখেছি লক্ষ
জনতার আনন্দের বিস্তার।
এ সবের মাঝেই বাঁচনমরণ
এ সবেই আমার জীবন।
আমার চারিধারে ছড়িয়ে
ছিটিয়ে রয়েছে অনেক শিখন।
আমি হৃদয় দিয়েই হৃদয়ের
কথা হৃদয়েতে শুধু লিখি।
আমি জীবন থেকেই জীবন
দিয়ে জীবনের জন্য শিখি।
রচনাকাল :-
৩০-০৪-২০১৮ ইং
১৬ ই বৈশাখ , ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।