কোথাও প্রবল খরা,
কোথাও বন্যা ঝরা।
কাহারো মুখে হাসি,
কাহারো কান্না সর্বনাশী।
কোথাও ব্রীজ চাঙ্গা ,
কোথাও সেতু ভাঙা..
তারি মাঝে স্থলে জলে
হাজারো বছর ঢলে....
কি'বা নিশি কি'বা দিন
কি'বা ভারত কি'বা চীন
জীবন বুঝি ছুঁতে চায়
চেনা ধরে অচেনায়।।
***