জীবন হলো আজ  অসার সংসারে।
সকল ইচ্ছে দিলো ফাঁকি হায় আমারে।
হাঁটাচলা দায় আমার আজ ভবেতে,
অন্ধকার দেখি  আমি সকল কিছুতে।
প্রভাত হতে রাত ভর ছিলেম ছুটে।
দিনে রাতে ভাবি সব বসে বসে খাটে।
সবার তরে ভোর প্রভাতে ভাতের হাড়ি ;
জেগে উঠে চড়িয়ে দিতাম তাড়াতাড়ি।
যার যা পছন্দ খেয়াল করে নিতাম।
সঠিক সময়ে সামনে তুলে দিতাম।
ঝালচচ্চড়ি মাছ ভাত আর অম্বল।
হুইল চেয়ার  হইলো আজ সম্বল।
সারা সংসার  ছিলো মোর পানে চেয়ে।
আজ আমি রই সংসার পানে চেয়ে।


২-১-২০১৮ ইং ;
১৭ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।