স্বভাব আমার বড় খারাপ
স্পষ্ট কথা বলি।
স্পষ্ট কথায় বিড়াল বেজার
তাই তো দলাদলি।

মিন মিনে মিনসে নায়ক
আড়াল করে চায়।
সুযোগ বুঝে যথায় তথায়
গুজব শুধু রটায়।

গিন্নীরা সব হার মেনেছে
পুরুষ এবার চাঙ্গা।
পর নিন্দা পর চর্চায়
দিব্বি লাগায় পাঙ্গা।

সুযোগ্য বান জুগান নারী
পরক্রিয়া প্রেমে।
গিন্নিরা সব ফেইস বুকে
নাহি আছে থেমে।

মাকাল বাবু হাবু ডুবু
চক্ষু ছানাবড়া।
মাথা তুলে দেখবে দেবী
গিন্নী যেতার কড়া।

মাতাল মশাইর বোতল সঙ্গী
চক্ষু সদা লাল।
রঙ্গিন নেশায় মত্ত সদা
মুখটি বেসামাল।

-----+----