জটলা বাঁধা ভেজাল গুলো
পুটলা বেঁধে রাখি।
পুটলার ভিতর জটলা বেঁধে
ভেজাল মারে উঁকি।
সাদা মাটা মানুষ বটে
নইকো নামি দামি।
ভেজাল গুলির ছবি তুলে
দেখতে থাকি আমি।
ছবি দেখে প্রেমে পড়ে
খাইযে হাবু ডুবু।
ভেজাল আমার জীবন সাথি
ছাড়বেনা তাই কভু।
-------