মনের অদম্য ইচ্ছেগুলো
ভুট্টার খইয়ের মতো ফুটে
জমাট বাঁধে সহসা অবলীলায়,

তখনি তোমার কড়াল
শাসনের কুঠারাঘাতে
ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে
সমুদ্রের ফেনার মতো।

অপরিপক্ব হাতগুলো তুলে ধরে
রামধনুর সুগন্ধ মেখে পশ্চিমের
নিশানায় মিশে যায় কেনো এক
নিবিড় অজানা অস্তিত্বের সন্ধানে।

       ***---***