পুলিশ আমি খাবো ইলিশ
তোমার তাতে কি।
মাসের শেষেও পান্তা ভাতে
খাও যে গরম ঘী।

চাকুরির ঐ ক-টি টাকা
পনের দিন তাও।
বড় রাস্তায় ছিপ ফেলতে
তকি পরে যাও।

যার মাথা সে বুঝেনা
তোমার যতো কায়দা।  
হেলমেট না থাকিলেই
তাতে মোটা ফায়দা।

টাকা দিলে ফাঁকা যাও
নয়তো কেইসে ঝুলো।
লোহার মতো ভারি আইন
টাকায় সব তুলো।

রাত বারোটা চোরাই পথে
মালে বুঝাই গাড়ি।
পুলিশ তোমার লাখ লেগেছে
গিন্নি পাবে শাড়ী  ।

***************