জেগে থাকতে নেইকো মানা
কাল যে ঈদের ছুটি।
স্কুল কলেজের সাথে এবার
বাঁধন গেলো টুটি।
আসমানে ঐ উঠলো চাঁদ
দৃষ্টি পড়ে সেথায়।
ঈদ মোবারক ধ্বনি তুলে
মিলছে গলায় গলায়।
গিন্নীরা সব রান্না নিয়ে
ভুরি ভোজের যোগার।
জন ঢলে সাজলো বুঝি
নামাজী ঈদগার।
এক পশলা বৃষ্টি ঝরে
আকাশ হলো সাফ।
মৃদু মন্থর বইছে হাওয়া
ঘুচে গেলো তাপ।
বাতায়ন আজ খোলা রবে
ছুঁইতে চাঁদের আলো।
পবিত্র এই আলোক রাশি
ঘুচায় রাতের কালো।
২১-০৮-২০১৮ ইং ;
৪ ভাদ্র ; ১৪২৫ বাং ;
ধর্মনগর,উত্তর ত্রিপুরা
ভারত।