আসবো আমি তোমার ঘরে,
নতুন জামা কাপড় পড়ে।

আমায় তুমি বললে যেতে,
ঈদের দিনে দাবাত খেতে।

লুচি পুরি, মন্ডা-খাজা,
গরম গরম বেগুন ভাজা।

সাথে আছে মিষ্টি -পায়েস,
খাবো সবাই করে আয়েস।

মা-বাবাকে সাথে নেবো,
বলো কখন খেতে যাবো।

আমার বাড়ী আসবে কবে,
আগে বল তোমরা সবে।




০১-০৯-২০১৭ ইং ;
১৫ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।